খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান হলেন আতাউর রহমান রহমান আতা ।
কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যে উল্লেখযোগ্য অবদান রাখায় "কুষ্টিয়া সদর উপজেলা" খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে নির্বাচিত হয়েছে। এ বিশেষ অর্জনের জন্য কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান জনাব মোঃ আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী অফিসার জনাব জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ওমর ফারুক এবং সদর উপজেলার মাঠ পর্যায়ের সকল কর্মকর্তা-কর্মচারী কে কুষ্টিয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন । এ অর্জনের অংশীদার জেলা প্রশাসক, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলে। সেবার এবং অর্জনের এ ধারা অব্যাহত থাকুক এ প্রত্যাশা কুষ্টিয়া বাসীর। ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য উল্লেখযোগ্য অবদানের জন্য "কুষ্টিয়া সদর উপজেলা " খুলনা বিভাগের শ্রেষ্ঠ উপজেলা হিসাবে নির্বাচিত হয়েছে।
এছাড়া জেলা পর্যায়ে ৯ ক্যাটাগরির মধ্যে ৫ ক্যাটাগরিতে কুষ্টিয়া সদর উপজেলা শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত হয়েছে।
বিগত ১ বছরে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্যর বিভিন্ন সূচকে লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জন, উদ্ভাবনী উদ্যোগ, উপজেলা প্রশাসন ও পরিষদের ভূমিকা বিবেচনা করে শ্রেষ্ঠ উপজেলা নির্বাচন করা হয়। করোনা ভাইরাস পরিস্থিতিতে মান্যবর বিভাগীয় কমিশনার খুলনা ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার এর পক্ষে জেলা প্রশাসক কুষ্টিয়া মোঃ আসলাম হোসেন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন।